নিহত কৃষক আবু আইয়ূব (২০) সেচনি ইউনিয়নের রফিনগর গ্রামের ইকবাল হোসনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় দিনভর বৃষ্টিপাত অব্যাহত ছিল। কিন্তু সন্ধ্যার দিকে এই উপজেলায় প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে কৃষক আবু কাইয়ূম সারাদিন কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত তিনি আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, 'হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'