ফ্যাসিবাদী আ.লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা চালিয়েছে: মামুনুল হক

সিরাজগঞ্জ
গণ সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক
এখন জনপদে
0

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা পরিচালনা করেছে। আজ (রোববার, ২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকেই দেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা পরিচালনা করেছে। এসব গণহত্যার মধ্য দিয়ে দেশের প্রায় ৩ হাজার নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে এই দলকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।’

মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনাসহ তার সকল সহযোগীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ রাখতে হবে। ফ্যাসিবাদদের মোকাবিলায় সকল দলকে এক থাকতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্তির পাঁয়তারা চলছে। দেশের মানুষ বহুত্ববাদ গ্রহণের জন্য প্রস্তুত নয়। বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব দেশের ধর্মপ্রাণ আলেম-ওলামা সমাজ প্রত্যাখ্যান করেছে।’ সরকার এই প্রস্তাব বাস্তবায়ন করলে তা রুখে দেয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক।

জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। গণসমাবেশে সিরাজগঞ্জের ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থিতা ঘোষণা করা হয়।

এএইচ