পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত দরছ আহমেদ (৬৫) এসময় আশীদ্রোণ ইউপির মতিগঞ্জ বাজারে মৃত সাইম উল্লাহ এর দোতলা দালান ঘরের দুই তলার একটি রুমে অবস্থান করছিলেন।
দরছ আহমেদ দীর্ঘদিন থেকে প্যারালাইজড অবস্থায় বাড়িতেই অবস্থান করতেন। বাড়ির লোকজন একটি বিয়েতে শ্রীমঙ্গল শহরে ছিলেন। দরছ আহমদের ধূমপানের অভ্যাস ছিল।
পুলিশের ধারণা অসাবধানতা বশত সিগারেটের আগুন থেকে ঘরে আগুন লাগতে পারে। আগুনের সংবাদ পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং দরছ মিয়াকে উদ্ধার করে।
স্থানীয় লোকজন তাকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ২৫০ শয্যার মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘরে আনুমানিক ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’