ঢাকা-উত্তরাঞ্চল রুটের টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন। দশ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও, এখনো চালু হয়নি স্টেশনটি। যাত্রী ওঠা-নামা, টিকিট বিক্রিসহ কোন কাজই শুরু হয়নি এখনো। অব্যবহারে নষ্ট হচ্ছে স্টেশন মাস্টারের কার্যালয়, টিকিট ঘরসহ কোটি কোটি টাকার অবকাঠামো।
প্রতিদিন এই স্টেশনে অন্তত ২০টি ট্রেন প্রায় ৩৮ বার যাতায়াত করলেও থামে না একটি ট্রেন। ফলে যাত্রীদের অতিরিক্ত ২-৩শ টাকা খরচ করে যেতে হচ্ছে টাঙ্গাইল বা মির্জাপুর স্টেশন হয়ে।
স্থানীয়দের অভিযোগ স্টেশনটি করটিয়া নামে হলেও, এটি অবস্থিত বাসাইল উপজেলার সীমানায়। ফলে এই নামকরণ ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর বন্ধ আছে স্টেশনটি। এছাড়া টাঙ্গাইল সদর, বাসাইল, সখীপুরের লাখো মানুষ বঞ্চিত হচ্ছেন এই ট্রেন সেবা থেকে।
অবহেলার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব বলছেন, সুশীল সমাজের নেতারা। তাই তাদের দাবি, দ্রুত স্টেশন চালুর জন্য দরকারি ব্যবস্থা নেবার।
এদিকে দ্রুতই স্টেশন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান, রেলওয়ের মহাপরিচালক। স্টেশনটি চালু হলে অন্তত ১০ লাখ মানুষ পাবে ট্রেনের সেবা। এজন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান স্থানীয়দের।