আজ (শনিবার, ৩ মে) সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে উঠে আসে নদী ভাঙন, বন্যায় তিস্তার ক্ষয়ক্ষতি, প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা ঘিরে পাওয়ার চায়নার তৎপরতার বিষয়গুলো।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘চীনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও তিস্তা ঘিরে সুনির্দিষ্ট কোনো রূপ রেখা মিলছে না। তাই আশাহত তিস্তা পাড়ের মানুষ।’
ভূরাজনৈতিক দোহাই দিয়ে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হলে মানুষের মনে সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় সৃষ্টি হবে বলেও জানান তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
সময় জানানো হয়, ৪ মে রংপুরের গণপদযাত্রায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে শেষ হবে রংপুর জেলা স্কুলে। অংশ নেবেন তিস্তা পাড়ের ৫ জেলার হাজারো মানুষ।