এসময় শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি ভারত সরকার বন্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি। উত্তরের জীবন রেখা তিস্তার ভাঙন ও আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘হাসিনার মত চাটুকার সরকারের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় হয়নি।’
পানি নিয়ে কখনোই আওয়ামী লীগ কথা বলে নাই জানিয়ে চোখের পানি দিয়ে কারও কাছে কিছু চাইবো না বলেও হুঁশিয়ারি বার্তা দেন মির্জা আব্বাস।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে গেলো ফেব্রুয়ারিতে তিস্তার চরে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তিস্তা অববাহিকার ৫ জেলার মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের পর তিস্তা নদী ঘিরে সক্রিয় তিস্তা নদী রক্ষা আন্দোলন, যার নেতৃত্বে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু।
গণপদযাত্রাটি শাপলা চত্বরে শুরু হয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ উত্তরাঞ্চলের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।