বিজিবি জানায়, জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল এক যুবক। সেখান থেকে ভারতীয় রুপিসহ বাংলাদেশে এসেছেন তিনি, এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
প্রায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনার পর উপজেলার সীমান্তবর্তী এলাকা টেকেরঘাটের সীমান্ত পিলার ১১৯৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংগাছড়া নামক স্থান থেকে ৩৪ হাজার ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ভারতীয় রুপিসহ আটক ব্যক্তিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।’