দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১; আহত ১৫

দিনাজপুর
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে
এখন জনপদে
0

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। এছাড়াও আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (সোমবার, ৫ মে) সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলি এলাকায় ঘটে। দশমাইল হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটে। এসময় একজন মারা যান এবং আরো ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দশ মাইল হাইওয়ে, কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ভর্তি পরীক্ষার্থী রয়েছেন।

হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ