মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা বাবু হরিজন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত হরিজন, হরিজন যুব ঐক্য পরিষদের সভাপতি গৌতম হরিজন প্রমুখ। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি।
বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ নয়! ব্রিটিশ শাসন আমল থেকে টাঙ্গাইলের থানাপাড়া পুরাতন হরিজন কলোনিতে বংশ পরম্পরায় বসবাস করে আসছে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর হরিজন জনগোষ্ঠী।
এ কলোনিতে নিরীহ হরিজনদের উচ্ছেদ করে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। হরিজনেরা দরিদ্র শ্রেণির মানুষ। শহর নগরায়ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে।
এসময় তারা আরো জানান, হরিজনদের বাইরে কেউ বাসা ভাড়া দিতে চায় না। হোটেল রেস্তোরা খেতে দেওয়া হয় না। জীবনের প্রতিটি সেক্টরে হরিজনরা বৈষম্যের শিকার।
হরিজনরা বলেন, ‘পুনর্বাসন না করে হঠাৎ উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? কোথায় থাকবো? আমরা দিন আনি দিন খাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, হরিজনদের আগে পুনর্বাসন করেন তারপর উচ্ছেদ করেন। আমাদের এই হরিজন কলোনিতে জায়গার পরিমাণ ৮৪ শতাংশ। ৪০ শতাংশের মধ্যে পৌরসভার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ মামলা বিহীন যে জায়গা রয়েছে সে জায়গায় বহুতল ভবন নির্মাণের পাশাপাশি দলিলসহ ফ্ল্যাট দেয়ার দাবি জানান হরিজনরা। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।