রাঙামাটিতে মালবাহী ট্রলি উল্টে হেলপার নিহত

নিহত হেলপার বিজয় চাকমা
এখন জনপদে
0

রাঙামাটির লংগদু উপজেলায় মালবাহী ট্রলি (ছয় চাকা) উল্টে বিজয় চাকমা (২১) নামে চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চালক মো. সাগরকে (২৮) খাগড়াছড়ি সদর হাসাপাতাল ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ মে) রাত ৯টার দিকে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মূলত মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

নিহত বিজয় চাকমা জেলার বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। আর দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া চালক লংগদুর বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার বাসিন্দা।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, ময়না তদন্ত না করার জন্য নিহতের পরিবার থেকে আবেদন করা হয়েছে। তাই পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত চালককে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএইচ