আ.লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি

নোয়াখালী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি
রাজনীতি
এখন জনপদে
0

গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিপ্লবী ছাত্রজনতা। আজ (শুক্রবার, ৯ মে) দুপুর ৩ টায় নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী জিলা স্কুলের সামনে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, জাস্টিস ফর জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিতে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। এতদিন পার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল।

তারা আরো বলেন, আমরা দেখছি, স্বৈরাচারের সাথে আঁতাত করে কয়েকজন উপদেষ্টা গণহত্যাকারী দল আওয়ামী লীগকে পুনঃজাগরণের স্বপ্ন দেখাচ্ছে। তাদের আমরা সাবধান করে বলতে চাই, ছাত্র জনতার সাথে কানামাছি খেলতে আসবেন না। ছাত্র জনতাই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতার বৈধতা দিয়েছে।

বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে সরকার অযথা টালবাহানা করতে চাচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এসব নাটক এদেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না।

এসময় উপস্থিত ছাত্র-জনতা 'ব্যান করো ব্যান করো, গণহত্যাকারী আওয়ামী লীগকে ব্যান করো', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' এবং 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এএইচ