খাদ্য সহায়তা পাচ্ছেন তিন লাখের বেশি জেলে পরিবার

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা পাচ্ছে জেলে পরিবার
এখন জনপদে
0

সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ৩ লাখ ১১ হাজার ৬২টি জেলে পরিবারের বিপরীতে খাদ্য সহায়তা বাবদ তেতাল্লিশ লাখ ৫৪ হাজার ৮৬৮ টাকা মঞ্জুর করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৮ মে) মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ছাইদা আক্তার পরাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে সাগরে মাছ শিকার থেকে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপকূলীয় ৩ বিভাগের ১৪ জেলার ৬৮ উপজেলার ৩ লাখ ১১ হাজার ৬২ জন মৎস্যজীবীকে মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য ৫৬ কেজি করে মোট ১৭ হাজার ৪১৯ দশমিক ৪৭ টন ভিজিএফ (চাল) এবং খাদ্য সহায়তার বিপরীতে পরিবহন ব্যয় বাবদ ২৫০/- টাকা হারে মোট ৪৩ লাখ ৫৪ হাজার ৮৬৮ টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের অনুকূলে বরাদ্দ মঞ্জুরি জ্ঞাপন করা হয়।

জেলেদের মাছ ধরার নৌকা |ছবি: এখন টিভি

উপকূলীয় তিন বিভাগের মধ্যে খুলনা বিভাগের ৪৪ হাজার ৫৯৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ লাখ ২০ হাজার ৪৪০ জন ও বরিশাল বিভাগের মোট ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে খাদ্য সহায়তা পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জেলা প্রশাসকগণ মঞ্জুরীকৃত ভিজিএফ (চাল) সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০১২-১৩ অনুসরণ পূর্বক ০৪-০৬-২০২৫ তারিখের মধ্যে যথানিয়মে উত্তোলন ও বিতরণ/বণ্টন সম্পন্ন করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

মাছ ধরার জাল গোছাচ্ছেন জেলেরা |ছবি: এখন টিভি

একইসাথে, সময় স্বল্পতার কারণে জেলা প্রশাসকগণ বরাদ্দ প্রাপ্তির ২ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে উপ বরাদ্দ প্রদান করবেন এবং বিতরণসূচী উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে এ বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও।

এএইচ