হামলাকারীরা আহতদের চিকিৎসা সেবা ব্যাহত করতে দেড় ঘণ্টা সিটি করপোরেশন ভবন অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অটোরিকশা চালকদের অভিযোগ, তাদের দু'জন চালককে সিটি করপোরেশন স্টাফরা মারধর করেছে। আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত অটোরিকশা চালকরা সিটি করপোরেশন ভবনের সামনে বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে। পরে বিকেল সাড়ে তিনটায় বিজিবি সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় সিটি করপোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট ও কামরুন নাহার শিমলা, যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, ‘দুপুরে নগর ভবনে এসে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা শহরে প্রবেশের দাবি জানায় চালকরা। আমার সাথে কথা বললে তাদের বুঝালে তারা চলে যায়।’
তিনি বলেন, ‘এরপর বেলা আড়াইটার দিকে যানজট নিরসন সুপারভাইজার সম্রাটসহ কয়েকজন কাজ শেষ করে অফিসে প্রবেশের সময় অটোরিকশা চালকরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় সম্রাটসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠাতে বাধা দেয় তারা। এ সময় কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধি আহত হয়।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ বলেন, ‘অটোরিকশা চালকরা সড়কে আসা যাওয়া সহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করতে আসে। এসময় যানজট নিরসনকর্মীদের সাথে অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত রয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’