বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), গতকাল মধ্যরাতে এমন তথ্য আসে বিজিবির কাছে। বিএসএফ সদস্যরা পুশ ইনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় ওইসব নাগরিকদের এনে জড়ো করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পুশ ইনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় তৎপরতায় বিএসএফের অবৈধ পুশ ইনের পরিকল্পনা ভেস্তে যায়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশ ইন করাতে পারে, এমন খবর জানতে পারে বিজিবি। এর প্রেক্ষিতে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করে বিজিবি। স্থানীয়দেরও সতর্ক করা হলে তারাও সীমান্ত এলাকায় অবস্থান নেয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয়, সে বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা।