তিনি বলেন, 'তাদের বিচার দ্রুত সময়ের মধ্যেই হবে এবং তা যেন সঠিক হয় সে বিষয়টি মাথায় রেখেই করা হবে।'
তিনি আরো বলেন, 'ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন।'
প্রেস সচিব বলেন, 'এখন দেশ ভালোই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে।'
শফিকুল আলম বলেন, 'পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।'
তিনি বলেন, 'সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।'
প্রেসক্লাবের মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।