আজ (রোববার, ১৮ মে) দুপুরে যাদুকাটা বালু ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির আয়োজনে নদীর পাড়ে এই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ব্যবসায়ী বিল্লাল হোসেন, মো. সাবু মিয়া, রমজান মিয়া, ডা. জামাল উদ্দিন, শ্রমিক মো. লাল মিয়া, ফজর আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ হওয়ায় তিন উপজেলার লাখের ওপরে শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।’
পাশাপাশি নদীকেন্দ্রিক কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় বালু ও পাথর উত্তোলন করা শ্রমিকরা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। তাদের দাবি, দ্রুত যেন যাদুকাটা নদী খুলে দেওয়া হয়।