‘আমাদের উজানের ওপর অনেক কিছুর নিয়ন্ত্রণ নেই’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
এখন জনপদে
0

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজিওয়ান হাসান বলেছেন, আমাদের ভূ-খণ্ডের যে নদীগুলো রয়েছে, সেইগুলোর ওপর যেন বাঁধ দিয়ে আর বাড়তি ক্ষতি না করি। কারণ আমাদের উজানের ওপর অনেক কিছুর নিয়ন্ত্রণ নেই। তাই আমাদের অভ্যন্তরণে যে সব নদী রয়েছে সেগুলোর ক্ষতি না করি। তিনি বলেন, ‘বাড়াল নদীর ওপর স্লুইচ গেট দুটি বাস্তবতার সাথে আর মিল নেই। তাই স্লুইচ গেট দুটির পানি নিয়ন্ত্রণের পাশাপাশি নদী খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আজ (সোমবার, ১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রামের আটঘড়িয়া স্লুইচ গেট পরিদর্শন ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘দেশে সাড়ে দশ হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬ হাজারই অবৈধ। কিন্তু লোকবল স্বল্পতায় সব জেলায় একসাথে অভিযান চালানো সম্ভব হয়নি। তাই আমরা জেলা ধরে ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এ ছাড়া প্রাথমিক ভাবে আমরা ঢাকাকে নো ব্রিকস জোন হিসেবে ঘোষণা করতে চাই।’

আরো পড়ুন:

এসময় পরিদর্শনে উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোবাশ্বেরুল ইসলাম, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেসুর রহমানসহ অন্যান্যরা।

সেজু