সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টায় শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও সমুদ্র নামের ২ ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাবুরহাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও রিকশা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
তারা জানান, মোটরসাইকেল প্রায় ৩০ হাত দূরে ছিটকে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর এক জনকে আঘাত করে। মোটরসাইকেল চালক রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠাতে বলা হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দু'জনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। তবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়াও আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবসহ আরও একজন।