নিহত জয়শ্রী রায় ওই এলাকার মহাদেব চন্দ্র রায়ের মেয়ে। বৃষ্টির সময় উঠোন থেকে ধান তোলার সময় এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
চিরিরবন্দর থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে মহাদেব চন্দ্র রায়ের বাড়ি উঠোনে মাড়াই করা ধান শুকানো হচ্ছিল। দুপুরের পরে বৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা-মেয়ে। এসময় বজ্রপাতের ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই মেয়ে জয়শ্রী মারা যায়। গুরুতর আহত হয়েছে শিশুটির মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।