বিশেষ করে গতকাল (মঙ্গলবার, ২০ মে) ও আজ (বুধবার, ২১ মে) বিকেলের বৃষ্টি যেন নগরবাসীর জন্য অভিশাপ হয়ে নেমে আসে। নারায়নগঞ্জের প্রধান সড়ক বি.বি রোডের বেশির ভাগই পানির নিচে ডুবে যায়। পানির কারণে সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে। ইজিবাইকসহ অন্যান্য বাহনগুলোর অনেকাংশই পানিতে ডুবে যাচ্ছে। সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের।ৎ
ভোগান্তিতে পড়া নগরবাসীরা জানান, বৃষ্টি হলেই নারায়ণগঞ্জের সড়কগুলোতে পানি জমে যায়। তখন সড়ক দিয়ে চলাচলের উপায় থাকে না। বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজগুলো সারতে হয়। তাছাড়া বৃষ্টির সময় পরিবহন সংকটও দেখা দেয়। সংশ্লিষ্টরা যদি একটু দায়িত্ব নিতেন তবে আমাদের এই সমস্যার সমাধান হতো।
নারায়গঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান জানান, নগরীর জলাবদ্ধতা অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম। এই কারণে নগরীতে সাত কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ চলছে। যার মধ্যে প্রায় তিন কিলোমিটারের কাজ শেষ হয়েছে। এছাড়াও পানি দ্রুত নিষ্কাশন হওয়ার জন্য গভীর ড্রেন নির্মাণ করা হচ্ছে। যাতে করে নদীতে পানি অল্প সময়ের মধ্যে নামতে পারে।
পাশাপাশি নগরবাসীকেও তিনি সচেতন হওয়ার আহ্বান জানান। নগরীর ফুটপাতে দোকানিরা যত্রতত্র পলিথিনসহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেনের মুখ জ্যাম হয়ে যাচ্ছে। এতে পানি সরতে সময় লাগছে। ড্রেনগুলো নির্মাণ শেষ হলে এই ভোগান্তি আর থাকবে না বলে আশা করেন তিনি।