আজ (বৃহস্পতিবার, ২২ মে) দুপুরে ‘জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ’-এর লক্ষ্যে দিনাজপুরের হিলিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. জাহিদ বলেন, ‘আমরা মনে করি, এই দেশটা সবার। আমরা শ্রদ্ধা জানাই আবু সাইদ, মুগ্ধদের। কিন্তু আমরা ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না। অতএব, মনে রাখতে হবে, যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে। কোনো অবস্থাতেই গায়ের জোরে গণতন্ত্র চলে না। জন-আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধান। সংবিধান ছিঁড়ে ফেলার আপনি কে? সংবিধান পরিবর্তনের মালিক জনগণ, তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে, কী কী পরিবর্তন হবে।’
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।