আটককৃত নাইম ও রাসেল গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি এলাকার। তারা দীর্ঘদিন ধরে জাল ডলার ও ভুয়া ব্যাংক ডকুমেন্ট ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের একটি সূত্র জানায়, আটক দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র, মোবাইল, সিম, ল্যাপটপ প্রিন্টার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।
সূত্রটি আরো জানায়, চক্রটি মূলত বিদেশে অর্থ পাঠানো, উচ্চ আয়ের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও জাল মুদ্রা দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করতো তারা।
এদিকে, স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে প্রতারণার কাজ চালিয়ে আসছিল এই চক্রটি। কেউ কেউ তাদের সন্দেহ করলেও নিশ্চিতভাবে কিছু জানতেন না।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে তারা।