পুলিশ ও নিহতদের পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তাছকিয়া ও তারা নূর বাড়ির উঠানে খেলা করছিল।
এ সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, নিহতদেরদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।