‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগ নেত্রী, পুলিশে হস্তান্তর

নারায়ণগঞ্জ
রজনী আক্তার তুশি
আইন ও আদালত
এখন জনপদে
0

রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটক নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এর আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েন এই নেত্রী। গতকাল (শনিবার, ২৪ মে) রাতে তুশিকে আটক করে পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আ.লীগ নেত্রী।’ তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয়। এরপর তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, তুশি স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।

এদিকে, শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় নারায়ণগঞ্জ পুলিশ।

এনএইচ