হবিগঞ্জ সীমান্তে আরো ২২ বাংলাদেশিকে পুশ ইন

হবিগঞ্জ
পুশ ইন করা ২২ জন বাংলাদেশি
এখন জনপদে
0

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনস্থ রেমা বিওপির আওতাধীন চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা ডেবরাবাড়ি দিয়ে গতরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরো ২২ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করিয়েছে।

বিষয়টি জানতে পেরে ৫৫ বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশুসহ মোট ২২ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগেও গত ২৬ মে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফ শিশুসহ আরও ১৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করে।

সকাল সাড়ে ৭টার দিকে কালেঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়িও কুড়িগ্রাম জেলায় এবং তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এএইচ