জেলা শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে টুকু বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করছি। যে কারণে আমরা একটিমাত্র দাবি, নির্বাচন চাইতেই পারি। বিগত ১৭ বছর শেষ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। তাই অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা বুঝে নাই বলে দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা পথ হারালে খুঁজে পাবেন না।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান জনগণের ভাষা বুঝতেন। তিনি বলতেন, এদেশের মালিক সাধারণ জনগণ। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও ৯ বছর আন্দোলন-সংগ্রাম করে সংসদে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’
টুকু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।’
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।