সুনামগঞ্জে পর্যটকবাহী হাউস বোটে ভয়াবহ আগুন

সুনামগঞ্জ
সুনামগঞ্জে পর্যটকবাহী হাউস বোটে আগুন
এখন জনপদে
1

সুনামগঞ্জের তাহিরপুরে  পর্যটকবাহী 'রাহবার' নামে এক হাউস বোটে আগুন লেগে পুড়ে গেছে। আজ (শুক্রবার, ৩০মে) রাতে উপজেলার নিলাদ্রী লেক পর্যটন সংলগ্ন পুটিয়া গ্রামের সামনের নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সময় হাউস বোটে থাকা ১২ পর্যটক অক্ষত রয়েছেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে হাউসবোটটি  ১২ জন পর্যটক নিয়ে প্রথমে টাঙ্গুয়ার হাওরে ঘুরাঘুরি করে। পরে সেখানে থেকে বিকেলে আরেক পর্যটন স্পট  নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনের নদীতে হাউস বোটটি নোঙ্গর করে। এসময় পর্যটকরা বোটের কেবিনের ভিতরে অবস্থান করছিলেন। তবে হঠাৎ বোটে আগুন ধরে গেলে কোনো রকমে প্রাণে বেঁচে যান বোটের যাত্রীরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘হাউস বোটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘হাউস বোট পুড়ে গেলেও পর্যটকসহ নৌকার মাঝিরা অক্ষত আছেন।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন  বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। বোটে থাকা ১২ পর্যটক নিরাপদে আছেন। তবে আগুনের সূতপাত কোথা থেকে হয়েছে তা জানা যায়নি।’

এসএইচ