শিল্পাঞ্চলে গ্যাস সংকটের অভিযোগের সত্যতা মিলেছে: ফাওজুল কবির

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
অর্থনীতি
এখন জনপদে
0

শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ (শনিবার, ৩১ মে) সন্ধ্যার মধ্যেই সরকার গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে বলেও জানান তিনি।

আজ গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। আজ সন্ধ্যার মধ্যেই সরকার গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে।’

উপদেষ্টা বলেন, ‘দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যে সকল তিতাস কর্মকর্তারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

শিল্প অধ্যুষিত গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

গ্যাসের চাপ সম্প্রতি আরও কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে শিল্পোৎপাদন। গাজীপুরের শিল্পাঞ্চল কোনাবাড়ী, মৌচাক সফিপুর ও চন্দ্রা এলাকার সুতা তৈরির কারখানাসহ বিভিন্ন শিল্পে গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। যার প্রভাব পরেছে সামগ্রিক অর্থনীতিতে।

এএইচ