এসময় তিনি জানান, এবারের ঈদে দীর্ঘ দশ দিনের ছুটিতে যাচ্ছে ঘরমুখো মানুষজন। এসব মানুষদের ঈদ যাত্রাকে নিরাপদ করতে মহাসড়কগুলোতে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
এর মধ্যে যানবাহনগুলোতে তল্লাশি, মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম চলবে। যাতে করে ঈদ শেষে আবার তারা নিরাপদে ও নির্বিঘ্নে ফিরে আসতে পারে। পাশাপাশি যারা ঈদে বাসাবাড়িতে থাকবে তাদেরও সচেতন থাকতে হবে।
মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের নগরীর বিভিন্ন সড়ক ও এলাকাগুলোতেও র্যাবের পক্ষ থেকে টহল কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। যাতে করে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও কোরবানির চামড়া নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়েও নজর রাখা হবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের ১১টি পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাভাবিক সময়ের চাইতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এছাড়াও দূর পাল্লার যানবাহনগুলো যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য ভ্রাম্যমান আদালত তৎপর রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।