ঈদের নামাজের ইমামতি করেন জামিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি।
চট্টগ্রামের মেয়র ডা শাহাদাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর নাছির, তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমানসহ জামাতে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শামিল হন। নামাজ শেষে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কোলাকুলি করেন নেতারা।
এসময় বিএনপি নেতা মীর নাছির বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ। অন্তর্বর্তী সরকার যদি তাদের প্রতিশ্রুতি ঠিকঠাক রক্ষা করতে পারেন তবে আবারও বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে।’
মেয়র ডা শাহাদাত হোসেন জানান, কোরবানির পশুর বর্জ্য ৬ থেকে ৮ ঘণ্টায় অপসারণের জন্য আমাদের ৪ হাজার ২০০ কর্মী নিয়োজিত আছে। আবর্জনা সরাতে রাখা হয়েছে সাড়ে তিনশো গাড়ি। এবার ১০ হাজার টন বর্জ্য সরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে দ্বিতীয় ঈদ জামাত হয় সকাল সাড়ে ৮ টায়। এছাড়া নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে আরো ৯টি স্থানে বিশেষ ঈদ জামাত আয়োজন করা হয়।