নির্ধারিত সময় পেরোলেও সরেনি কোরবানির বর্জ্য, এলাকাবাসীর দুর্ভোগ

রাস্তার পাশে পড়ে থাকা কোরবানির বর্জ্য
এখন জনপদে
0

ময়মনসিংহে রাত ৮ টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও সকাল ৮টাতেও সরেনি অনেক জায়গার বর্জ্য । রাত ৮ টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে, গতকাল সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এমন কথা জানানো হলেও পরেরদিন সকাল ৮ টাতেও সরেনি বিভিন্ন জায়গার বর্জ্য। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

তবে নগরীর কিছু অভিজাত এলাকার অলিগলিতে থাকা কোরবানির বর্জ্য অপসারণ কারা হয়েছে। কিন্তু এখনো অনেক কোরবানির স্পট থেকে ময়লা অপসারণ করেনি সিটি কর্পোরেশন। নগরীর চামড়ার হাট চামড়া গুদাম এলাকায় দেখা যায় এমন চিত্র ।

স্থানীয় মুক্তা মিয়া ক্ষোভ ঝেড়ে বলেন, ‘দুর্ভোগের একটা শেষ আছে। প্রতিবছর কোটি কোটি টাকার চামড়া বেচাকেনা হয় বেচাকেনার একটা পরিবেশ নিয়ে হাটের ময়লা গুলো কয়েকদিন পরে থাকবে নেওয়ার কোন নাম নাই। সরকার আমাদের চামড়ার ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু কই? কোরবানির আগে প্রশাসন বলেছিল সঙ্গে সঙ্গে হাট থেকে বর্জ্য অপসারণ করা হবে, কিন্তু এখনো করা হয়নি। আমরা একটা পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন দেখতে চাই।’

গতকাল রাত (৭ জুন) থেকে চামড়ার হাটের কোনো ময়লা অপসারণ হয়নি, চামড়া থেকে ছিলানো উচ্ছিষ্ট শিং, লেজ থেকে শুরু করে পচাগলা চামড়া পড়ে আছে রাস্তার পাশে। এতে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ফলে রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে এলাকাবাসীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

অন্যদিকে চামড়ার হাটে নানান অব্যবস্থাপনার কথা তুলে ধরে দ্রুত হাটের বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান স্থানীয় চামড়ার ব্যবসায়ীরা।

ইএ