এসময় তিনি বলেন, ‘আগে হয়তো ১০/১৫ জনের নাম থাকতো; আর বেনামি কতজনের নাম দিয়ে পুলিশ মামলা দিতো। আর জুলাই আন্দোলনের মামলায় বাদীরা দুই শ’/আড়াই শ’ নাম দিচ্ছে। এজন্য তদন্তে দেরি হচ্ছে। এর মধ্যে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজন্য আমরা যে দোষী তাকে শাস্তির আওতায় নিয়ে আনবো এবং যে নির্দোষ সে যেন কোন অবস্থায় সাজা না পায়, সে ব্যবস্থা করবো’
উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’