কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র এলাকার অভ্যন্তরে চৌধুরী ছড়া কাঠালতলা এলাকায় খোলা জায়গায় পাওয়া যায় পাখিগুলো। মূলত পাচারের জন্যই সেখানে জড়ো করেছিল পাচারকারি চক্রটি। কিন্তু গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বন বিভাগ।
কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা সহকারী বন সংরক্ষক আবু কাওসারেট নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এসময় পরিত্যক্ত অবস্থায় দু’টি পাকড়া ধনেশের বাচ্চা ও একটি টিয়া পাখি উদ্ধার করেন।
এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম ও কাপ্তাই রেঞ্জ সহায়ক ওসমান গণি উপস্থিত ছিলেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ‘পাকড়া ধনেশ পাখি বলতে গেলে সংকটাপন্ন পাখি। তবে কাপ্তাই জাতীয় উদ্যানে এটি মাঝে মাঝে দেখা যায়। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঐ এলাকায় পাখিগুলো কেউ পাচারের অপচেষ্টা চালাচ্ছে। তাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি।’
তিনি বলেন, ‘উদ্ধারকৃত পাখিগুলোকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।’