সকালে নতুন কলাভবন চত্বরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন সংশপ্তক পর্ষদের প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৭ হাজার টাকা খরচ করতে পারলেও অনেক প্রার্থী প্রতি ঘণ্টায়ই তা ব্যয় করছেন।
আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ছাত্রশিবিরের কর্মীরা মব সৃষ্টি করে প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
আরও পড়ুন:
তবে, এসব ঘটনায় ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
তিনি জানান, নির্বাচনী প্রচারণায় সাধারণ শিক্ষার্থীদের কাছে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
প্রত্যুত্তরে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার দাবিও করেন তিনি।