খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রায় আধাঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের ৫টি দোকানঘর পুড়ে যায়। এ ছাড়া, আরো দু’টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, ‘অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়। এর পরপরই আবদুস সাত্তারের জুতার দোকানে আগুন দেখতে পাই। এরপর আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের মালামালসহ দোকান ঘর পুড়ে গেছে।’
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বাজারের ৫টি দোকান পুড়ে গেছে।’