এর মধ্যে তিনজন নারী, দু’জন পুরুষ ও দু’জন শিশু রয়েছে। পরে তাদের আটক করে বিজিবি পঞ্চগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা কয়েক বছর আগে ভারতে পাড়ি দিয়ে মুম্বাইয়ের রায়গড় এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় ৩ মাস আগে তাদের আটক করে পুলিশ কারাগারে পাঠায়।
সম্প্রতি কারাগার থেকে তাদের বিমানযোগে শিলিগুড়ি আনা হয়। সেখান থেকে তাদের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ। বিএসএফ রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইন করে তাদের। আটকদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন।