স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১০টার দিকে আমতলী ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে একই এলাকার ঝিড়ি থেকে আরেক নিখোঁজ পর্যটক শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ট্যুর অপারেটর হাসান চৌধুরী।
পুলিশ জানায়, গত সোমবার (৯ জুন) বর্ষা নামে এক নারী ট্যুর অপারেটরের নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্ট’ নামের একটি দল আলীকদমে আসে। ৩৩ সদস্যের এ দলের সহ-সমন্বয়কারী ছিলেন নিখোঁজ হাসান চৌধুরী এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তারা আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া ভ্রমণে গিয়েছিলেন।
ভ্রমণদলের সদস্যদের মধ্যে ২২ জনের একটি উপদল তৈন খাল হয়ে দুর্গম ক্রিসতং পাহাড়ের দিকে রওনা দেয়। পথে একটি পাহাড়ি ঝিড়ি পার হওয়ার সময় স্রোতের তোড়ে তিনজন ভেসে যান। তাদেরই দুজনের মরদেহ উদ্ধার করা হলেও, এখনো হাসানের সন্ধান মেলেনি।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার হওয়া মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।