ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

নিহত পুলিশ কর্মকর্তা বোরহান উদ্দিন
এখন জনপদে
0

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পার্শ্ববর্তী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুর জেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর যাবত মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও দুই থানার পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে আসছিলেন।

মোটরসাইকেল নিয়ে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, হয়ত তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক (ঘিলু) বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান জানান, নিহত বোরহান উদ্দিন বোয়ালমারীর দিকে কাজের জন্য গিয়েছিলেন। জানতে পেরেছি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বেলা সাড়ে এগারোটার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশি এলাকাতে একটি মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত বোরহান উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানা কর্মরত ছিলেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ