শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে খুলশী থানার পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দিগনগর এলাকার বাসিন্দা এবং কে এম আলমগীরের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কে এম মেহেদী হাসান দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।