চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম
করোনা ভাইরাসের প্রতীকী ছবি
স্বাস্থ্য
এখন জনপদে
0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরে ৮ জন ও উপজেলা পর্যায়ে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত দাঁড়ালো ১৮ জন।

আজ (রোববার, ১৫ জুন) বেলা ২টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত শনিবারের তথ্যে মোট আক্রান্ত ছিলো ৯ জন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, বর্তমানে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হবে।

তবে বেসরকারি পর্যায়ে কিটের সংকট নেই। আক্রান্তদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নগরের জেনারেল হাসপাতাল ও সিটি কর্পোরেশন মেমন হাসপাতাল ২।

এএইচ