সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। আজ (রোববার, ১৫ জুন) দুপুরে সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপির বাড়িতে অভিযান চালানো হয়। রুমনের কক্ষ থেকে একটি বিদেশি অস্ত্র, ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মেজর ইফতেখার সাংবাদিকদের জানান, রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে প্রমাণসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমনের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন ও অপ্রীতিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে সাবেক এমপির পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাননি।
রিফাত আমিন ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের পর থেকে তিনি বিদেশে বসবাস করছেন এবং তার সাতক্ষীরার বাড়িতে দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করে আসছিলেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে সাতক্ষীরা সেনা ক্যাম্পে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের প্রেক্ষাপট, উদ্ধারকৃত জিনিসপত্র এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে জানানো হবে।