নিহত আসিফ চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা সরওয়ার কালামের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসেন রূপসী ঝর্ণায়। বেলা সাড়ে ১১টার দিকে ঝর্ণায় গোসল করতে নেমে একপর্যায়ে আসিফ একটি কূপে পড়ে যান এবং নিখোঁজ হন।
তার বন্ধু রাকিব বলেন, ‘ঝর্ণায় গোসলের সময় আসিফ হঠাৎ কূপে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে স্থানীয়দের সহায়তায় ৯৯৯ নম্বরে ফোন করি।’
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি দল কূপ থেকে মরদেহ উদ্ধার করে এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।