গাজীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
0

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ জুন) দুপুরে কাপাসিয়ার জামিরারচর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবার পরিচয় জানা গেছে। তারা হলেন কিশোরগঞ্জের ইটনা থানার কমলভোগ পূর্ব পাড়ার তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৫) ও তার চার বছরের ছেলে শায়ান এবং কিষ্টপুর এলাকার আবুল কালামের ছেলে তৌহিদ উল্লাহ (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার বছরের শিশুসহ দু‘জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যান।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাস জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেজু