দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ জানান, আজ সকালে জুবায়ের ইসলাম পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে রাজশাহীর তানাের থানায় চাঁদাবাজি, হত্যা চেষ্টা ও মারধরের মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর তানাের থানায় দায়ের করা দু’টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের ইসলাম রাজশাহী তানাের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন।