তিনি বলেন, ‘কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। তবে কারা কর্তৃপক্ষ মাদক বিস্তার রোধে কঠোরভাবে কাজ করছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।’
এসময় তিনি আরও জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন জেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রতিটি স্তরে সংস্কারের জন্য কাজ করছে উল্লেখ করে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘এরই ধারাবাহিকতায় কারাগারে কী কী সংস্কার আনা প্রয়োজন, সেগুলোর বিষয়ে আমরা কাজ করছি। সেজন্য প্রতিটি জেলখানা পরিদর্শন করা হচ্ছে ‘
তিনি বলেন, ‘জেল পুলিশের স্লোগান রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। বন্দীদের সেই আলোর পথ দেখানোর জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি।’ দ্রুত এ সংস্কার কাজ শেষ হবে এবং বন্দীরা কারাগারে আরো ভালো পরিবেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।