শুক্রবার (২০ জুন) রাতে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ার পর গতকাল শনিবার রাতে তাকে ফেরত আনা হয়। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে গরু চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেন নি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় মতিউর রহমানকে। ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে।’