কুষ্টিয়ায় জুলাই ঘোষণাপত্রসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

জুলাই আহত যোদ্ধাদের সংবাদ সম্মেলন
এখন জনপদে
0

জুলাই ঘোষণাপত্র দেওয়াসহ ১৮ দফা দাবি জানিয়ে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে জুলাই আহত যোদ্ধারা। আজ (রোববার, ২২ জুন) বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই আহত যোদ্ধা নাজমুস সাকিব। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের সদস্য ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করা হয়েছে। এরপর আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করছি, যাতে আমাদের শহীদ পরিবারগুলো এবং আহত যোদ্ধারা ভালো মূল্যায়ন পায়।’

এসময় তিনি বলেন, ‘যেমন তেমন জুলাই ঘোষণাপত্র মেনে নেবো না আমরা। আমরা যারা যুদ্ধ করেছি আমাদের সবার আকাঙ্ক্ষা পূরণ করে একটা জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে।’

সাকিব আরও বলেন, হায়েনারা প্রস্তুত হয়ে আছে ছোবল মারার জন্য। এ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের ছোবল মারা বন্ধ করা যাবে বলেও জানান তিনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জুলাই আহত যোদ্ধার জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এএইচ