ময়মনসিংহের সড়কে বেপরোয়া বাস কেড়ে নিলো ৩ প্রাণ

ময়মনসিংহ
বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়েছে
এখন জনপদে
0

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে পাঁচজনকে তারাকান্দা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ (রোববার, ২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এরপর বাসটি রং সাইডে গিয়ে আরও তিনটি হ্যান্ডট্রলি, একটি মোটরসাইকেল ও একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং পিকআপটি উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, বাসটির বেপরোয়া গতি ও সড়কের ভেজা অবস্থাই দুর্ঘটনার মূল কারণ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, একইদিন শম্ভুগঞ্জ এলাকায় আরেকটি দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়া এবং বাসের বেপরোয়া গতি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত শুক্রবার একই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

এনএইচ