টেস্টে ২৫ বছর পূর্তিতে সিলেটে বিসিবির রঙিন আয়োজন

সিলেটে বিসিবির রঙিন আয়োজন
এখন জনপদে
0

সারাদেশের মতো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলেটেও বর্ণাঢ্য আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার, ২৩ জুন) দেশব্যাপী সাত দিনের উদযাপনের তৃতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১২ দলের কার্নিভাল ক্রিকেট ম্যাচ।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে নিজের মতো করে ঐতিহাসিক মুহূর্তের ধারাভাষ্য দেয়ার সুযোগ, হিট দ্য স্ট্যাম্প, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত নিয়ে চিত্রাঙ্কনসহ নানা আনন্দ আয়োজন।

বর্ণিল এই আয়োজনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং টেস্টসহ সব ধরনের ক্রিকেটের জন্য যাতে আগামী প্রজন্মকে প্রস্তুত করা যায় সেজন্যই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি।’

এসময় তিনি বলেন, ‘২০২৭ সালে নারী বিশ্বকাপ বাংলাদেশ এবং নেপাল মূল আয়োজক। ঐ বিশ্বকাপের ম্যাচ সিলেটে ও অনুষ্ঠিত হবে। তাই নারী ক্রিকেটারদের প্রস্তুত করা এবং সিলেটের মাঠের পরিচর্যার ব্যাপারে অধিক গুরুত্ব দিচ্ছে বিসিবি।’

এসএস