পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে মুন্না ওরফে জিম (৩০) পুলিশের ওপর হামলা চালায়। অভিযুক্ত মুন্না সাতক্ষীরার তৈলকুপি গ্রামের খোকা মিস্ত্রির ছেলে। তার ছুরিকাঘাতে কনস্টেবল মাসুম আহত হন।
পরে পুলিশ মুন্নাকে আটক করে এবং তার কাছ থেকে মাদক ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। আহত কনস্টেবল মাসুমকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।